মঈন উদ্দিন, ফুলতলা
ফুলতলা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৪ লিটার দেশি মদসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, গত সোমবার যশোর জেলার অভয়নগর উপজেলার আলফাজ শেখের পুত্র নিপু শেখ (১৯) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লি গ্রামের হাসান শেখের পুত্র সাদ্দাম শেখ (৩৩) কে ৪ লিটার দেশি মদসহ গ্রেফতার করা হয়।
অপরএক অভিযানে উপজেলার আলকা গ্রামের হাসান শেখের পুত্র আলমগীর শেখ (৩৬) কে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা (নং- ১৩, তারিখ- ২১/০৬/২১ ও নং- ১৪, তারিখ- ২২/০৬/২১) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।