চমক দেখালো আরিফিন শুভ

0
183

বিনোদন ডেস্ক

সম্প্রতি আলোচিত বায়োপিক ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ শেষে দেশে ফিরেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এরপরই তিনি ঘোষণা দিয়েছেন ‘নূর’ ছবির। তবে কাজটির কোনো তথ্যই জানায়নি এর সংশ্লিষ্টরা। ভক্তরাও অপেক্ষায় ছিল তা জানার।

অবশেষে সেই আকাঙ্ক্ষা পূরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তারকা হাজির হলেন নতুন রূপে। চমক দিলেন কাবাডি খেলোয়াড় হিসেবে সামনে এসে। যেখানে দেখা যায়, প্রতিপক্ষ ছয়-সাতজন খেলোয়াড় শুভকে সামলাতে হিমশিম খাচ্ছেন।

সিনেম্যাটিক ফ্রেমে তোলা স্থিরচিত্র দেখে অনেকেই ভেবেছেন, এটি হয়তো তার নতুন ছবির কাজ। তবে শুভ জানালেন অন্যকথা। তিনি বলেন, ‘এটা একটি বিজ্ঞাপনের কাজ। কয়েকদিন আগেই এর দৃশ্যধারণ হয়েছে। এটি পরিচালনা নির্মাতা আশফাক বিপুল।’

আরিফিন শুভ হিমালয়া মেনজ ফেইসওয়াশের বাংলাদেশি শুভেচ্ছাদূত। এটির বিজ্ঞাপনেই অংশ নিয়েছেন তিনি।

শুভ জানান, নতুন এ কাজটি নির্মাণ করছেন বিফিল্মস। বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই দেখা যাবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here