এস.এম মুসতাইন, বসুন্দিয়া
সপ্তাহ জুড়ে আষাঢ়ের বর্ষনে পদ্মাসেতু রেল প্রকল্পের রাস্তা নির্মাণের ফলে তেঘরী ভিটাবল্যার কয়েকটি গ্রামের বাড়ি ঘরের ভিতর পানি সহ পুকুরের মাছ ভেসে যেয়ে মাঠ ঘাট পানি থৈথৈ, শাকসবজি ও আমনের বীজ তলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষীপ্ত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শত শত মানুষ গত ২০ জুন রোববার বেলা ১১ টায় রাস্তার উপর মানববন্ধন করেন। ঐ দিন বিকালে রেল প্রকল্পের নির্মাণাধীন কতৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের জন্য খাল খননে ব্যাস্ত হয়ে পড়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত খনন কাজ চলছে।
রেল প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী আলামিন ও জাহিদুল ইসলাম বলেন, পানি বের করার জন্য রাস্তা কাটা হচ্ছে। দ্রুতই সমাধান হয়ে যাবে এই এলাকার। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম বিশ্বাস, ডা. বাবু অমিত কুমার বিশ্বাস সহ গ্রামের সাধারণ মানুষ।