অবশেষে পদ্মাসেতু রেল প্রকল্পের ভিটাবল্যায় রাস্তা কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করছে কতৃপক্ষ

0
150

এস.এম মুসতাইন, বসুন্দিয়া

সপ্তাহ জুড়ে আষাঢ়ের বর্ষনে পদ্মাসেতু রেল প্রকল্পের রাস্তা নির্মাণের ফলে তেঘরী ভিটাবল্যার কয়েকটি গ্রামের বাড়ি ঘরের ভিতর পানি সহ পুকুরের মাছ ভেসে যেয়ে মাঠ ঘাট পানি থৈথৈ, শাকসবজি ও আমনের বীজ তলা তলিয়ে ব্যাপক ক্ষতি হয়ে যাওয়ায় এলাকার মানুষ ক্ষীপ্ত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শত শত মানুষ গত ২০ জুন রোববার বেলা ১১ টায় রাস্তার উপর মানববন্ধন করেন। ঐ দিন বিকালে রেল প্রকল্পের নির্মাণাধীন কতৃপক্ষ দ্রুত পানি নিষ্কাশনের জন্য খাল খননে ব্যাস্ত হয়ে পড়েছেন। এ রির্পোট লেখা পর্যন্ত খনন কাজ চলছে।

রেল প্রকল্পের দায়িত্বরত প্রকৌশলী আলামিন ও জাহিদুল ইসলাম বলেন, পানি বের করার জন্য রাস্তা কাটা হচ্ছে। দ্রুতই সমাধান হয়ে যাবে এই এলাকার। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সুরুজ মিয়া, সাইফুল ইসলাম, সোহেল রানা, রফিকুল ইসলাম বিশ্বাস, ডা. বাবু অমিত কুমার বিশ্বাস সহ গ্রামের সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here