আ. সবুর আল আমীন, কপিলমুনি
গদাইপুর ইউনিয়নে সৎ ভাইয়ের মধ্যে জমি বিরোধের জেরে দেবর ভাবিকে মারপিট করে আহত করেছে। আহত মোছা. রিজিয়া বেগম উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
জানাগেছে, উপজেলার মটবাটি গ্রামের সায়েদ আলী সরদারের সাথে জায়গা জমি নিয়ে সৎ ভাই মিজানুর রহমানের সাথে পাইকগাছা সিনিয়র জজ আদালতে মামলা চলছে। এর জের ধরে গত ১৫ই জুন মঙ্গলবার সকালে সায়েদ আলীর বসত বাড়ির উঠানে সবজির মাচা মিজানুর রহমান ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে দেবর মিজানুর সহ তার মাতা রাবেয়া বেগম ও স্ত্রী বুলি খাতুন তাদেরকে বেধড়ক মারপিট করে। মারপিটে ভাবি রিজিয়া বেগম বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়।
আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারন ডায়েরী হয়েছে। যার নং ৮৩৪। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।