আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে করোনা ভাইরাসের ২য় ঢেউ এর হাত থেকে জনগণকে রক্ষার লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
শনিবার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনাকালে স্বাস্থ্য বিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করা ও কঠোর লকডাউন চলাকালে সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে মৃত কেরামত আলীর পুত্র ব্যবসায়ী মনিরুল ইসলামকে ৫০০ টাকা, আতিয়ার রহমানের পুত্র ব্যবসায়ী খায়রুল ইসলামকে ১ হাজার টাকা ও কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে আমজাদ সরদারের পুত্র ব্যবসায়ী আলাউদ্দিনকে ১ হাজার টাকা সর্বমোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। সাথে সাথে ভবিষ্যতে স্বাস্থ্যবিধি অমান্য না করার জন্য ব্যবসায়ী ও জনসাধারণকে সচেনতন করা হয়।