সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য ও ইংরেজি দৈনিক দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেস’র যশোর জেলা প্রতিনিধি এসএম সোহেল গুরুতর অসুস্থ অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে তিনি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের চতুর্থ তলায় পুরুষ (পেইন) ওয়ার্ডে ভর্তি আছেন। সাংবাদিক এসএম সোহেলের দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি এম আইউব, সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক মীর কামরুজ্জামান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া।
প্রেস বিজ্ঞপ্তি