এম এম নুর আলম, আশাশুনি
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুরে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন ও এএসপি মাহাবুব-উল-আলমের নেতৃত্বে র্যাব-৬, সাতক্ষীরা কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের মাদক ব্যবসায়ী সালাম সরদার (৪৭) ও অহিদ আলী (২৩) কে শ্বেতপুর বটতলা মোড়ে অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদের আশাশুনি থানায় হস্তান্তর করেন র্যাব।