বিশেষ প্রতিনিধি
শহরতলী ধর্মতলা যাত্রী ছাউনীর সামনে থেকে একশ’ গ্রাম গাঁজাসহ সুজন নামে এক যুবককে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। সে সদর উপজেলার খোলাডাঙ্গা হ্যাচারী পাড়ার আলতাফের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার ১৭ জুন সন্ধ্যায় শহরতলী ধর্মতলা যাত্রী ছাউনীর সামনে থেকে গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা বেচাকেনার সময় সুজন নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানা হাজতে রেখে মামলা দেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়।