শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার দক্ষিণ শরুশুনাতে লাটাই উল্টে সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ নিহত, আহত হয়েছেন চালকসহ তিন জন। ১৭ জুন সকালে লাটায় যোগে তারা যাওয়ার সময় দক্ষিণ শরুশুনা-পুলুম সড়কের ইট ভাটার উত্তর পাশে ষড়াতলা মোড়ে লাটাই উল্টে খাতে পড়লে তারা লাটায়ের নিচে চাপা পড়ে। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ মারাত্মক আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শালিখা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত তিন জন লাটায় চালক মিনারুল পিতা বাবুল হোসেন, হাবিবার রহমানের পুত্র ইকলাজ হোসেন ও ইকলাজের পুত্র।