মঈন উদ্দিন, ফুলতলা
করোনা ভাইরাস (কোভিড- ১৯) প্রতিরোধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার দুপুর পৌনে ২ টায় ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের সহযোগিতায় এবং বাজার বণিক কল্যাণ সোসাইটির পরিচালনায় বাজারের ব্যবসায়ীদের কোভিড- ১৯ এর র্যানডম র্যাপিড এন্টিজেন টেস্ট গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ফুলতলা প্রেস কাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি এস রবিন বসু, মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফরুজ্জামান, ইউ.আর.সি ইন্সট্রাকটর রবিউল ইসলাম রনি, উপজেলা আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, বাজার বণিক কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম মিঠু, দপ্তর সম্পাদক আবুল খায়ের, ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম, সদস্য আনিসুল ইসলাম মিন্টু, মোল্যা ইলিয়াজ হোসেন, আ. সাত্তার রানা জমাদ্দার, মোশাররফ হোসেন বিপ্লব প্রমুখ। বাজারে ২৫ জনের র্যানডম টেস্টে সকলের কোভিড- ১৯ নেগেটিভ ফলাফল আসে।
উল্লেখ্য, ইতিমধ্যে ফুলতলা উপজেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা রোগির সংখ্যা। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিঠুন বাহাদুরের সাথে কথা বললে তিনি জানান, গত ১৫ জুন অত্র হাসপাতালে সংগৃহীত নমুনায় ৩১ জনের মধ্যে ১০ জন, ১৬ জুন ২৯ জনের মধ্যে ১৪ জন এবং গতকাল ৬৫ জনের মধ্যে ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া যায়।