আশাশুনি প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বাবু মন্ডলের মানসিক প্রতিবন্ধী ছেলে পবিত্র মন্ডল (১৭) প্রায় ৬ মাস পর তার পিতা মাতা ফিরে পেয়েছেন। সাংবাদিক সুব্রত এর ঐকান্তিক সহযোগিতায় পিতা-মাতার সাথে হারিয়ে যাওয়া পুত্রের মিলন ঘটেছে। কয়েকদিন আগে মানসিক প্রতিবন্ধী ছেলেটি আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা বাজারে ঘুরছিল।
স্থানীয় শংকর কুমার সরকার ১৪ই জুন সন্ধ্যায় মোবাইলে সাংবাদিক সুব্রতকে জানালে তিনি ঐ রাতেই ছুটে যান সেখানে। প্রতিবন্ধী পবিত্র মন্ডলের আধো-আধো কথা কিছুটা আচ করতে পেরে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন করে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুষেন সেনের মোবাইল নাম্বার নিয়ে যোগাযোগ করেন। তারপর হোয়াটসঅ্যাপে সুষেন সেনের নাম্বারে ছবি পাঠিয়ে দেন সাংবাদিক সুব্রত মাষ্টার। চেয়ারম্যান ছেলেটির পরিচয় নিশ্চিত করলে সুব্রত ছেলেটিকে তার হেফাজতে রেখে দেন।
১৫ জুন দুপুর ২ টার দিকে কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপসহ এলাকার শত শত মানুষের উপস্থিতিতে পবিত্র মন্ডলের স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। এসময় হারানো পবিত্রকে ফিরে পেয়ে আবেগে কেঁদে ফেলেন তার স্বজনরা। সাংবাদিক সুব্রত এর আগে ২০১৭ সালে এক বৃদ্ধাকে (৭৫), ২০১৯ সালে একটা মহিলাকে (৪০) তাদের পরিবারের কাছে ফেরৎ পাঠাতে সক্ষম হয়েছিলেন।