মঈন উদ্দিন, ফুলতলা
মঙ্গলবার বেলা ১২ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক “খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ” প্রকল্পের আওতায় ফুলতলা উপজেলায় পাইপ লাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা কার্যক্রম সম্পর্কিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নাসরিন আক্তারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
উপস্থিত ছিলেন ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, ইউ.আর.সি ইন্সট্রাকটর রবিউল ইসলাম রনি প্রমুখ।