বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সোমবার বিকেলে বেনাপোল পোর্ট থানার অন্তর্গত যশোর বেনাপোল মহাসড়কের মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের মূল গেটের সামনে থেকে সিরাজুল ইসলাম সিহাব নামে এক যুবককে ৫০পিস ইয়াবসহ গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার চাউলিয়া রুপদিয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল সোমবার বিকেল পৌনে ৫ টায় গোপন সূত্রে খবর পেয়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম সিহাবকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ৫০পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় বেনাপোর্ট থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।