সত্যপাঠ ডেস্ক
করোনাভাইরাস নির্মূলে জনসন অ্যান্ড জনসনের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দিয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জনসনের টিকা ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে পারে। দেশে এখন পর্যন্ত যত টিকার অনুমোদন হয়েছে, সবগুলোই দুই ডোজের।
তবে জনসন অ্যান্ড জনসন টিকার সুবিধা হলো এটা সিঙ্গেল ডোজের।