বি.সরকার, পাইকগাছা
খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে স্কুল ছাত্রীকে উত্যাক্ত ও তার পিতাকে মারপিট করার অভিযোগে এক যুবককে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
জানাগেছে উপজেলার মালত গ্রামের কবির হোসেনের ছেলে রিংকু (১৭) দীর্ঘদিন ধরে শ্রীকন্ঠপুর গ্রামের শহিদুল ইসলামের ১৫ বছরে মেয়েকে উত্যাক্ত করে আসছে। মেয়েটির ছবি নেটে ছেড়ে ব্লাক মেইল করার চেষ্টা করলে, মেয়েটির পিতা শহিদুল প্রতিবাদ করায় রিংকু তাকে মারপিট করে।
এতে মেয়েটির পিতা উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। এর প্রেেিত রোববার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মালত গ্রামে রিংকুর বাড়ীতে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমান আদালত নারীর ব্যক্তিগত গোপনীয় অধিকার লংঘনের দায়ে ৫০৯ ধারা মোতাবেক রিংকুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।