সত্যপাঠ রিপোর্ট
করোনা ভাইরাস যশোর পৌরসভার উদ্যোগে মাক্স, স্প্রে মেশিন সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৪ জুন) পৌরসভার সভাকক্ষে এই উপকরণ বিতরণ করা হয়।
জানা গেছে, প্রবৃদ্ধি লোকাল ইকোনোমিক ডেভলপমেন্ট প্রোগ্রামের আওতায় করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে যশোর লাইট ইঞ্জিনিয়ারিং এ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য ২শ’ পিস স্প্রে মেশিন, ২ হাজার পিস মাস্ক এবং আর এন রোড এলাকায় কৃষি ও অটোমোবাইল ব্যবসায়ীদের সচেতনতার জন্য ২শ’ ৫০ পিস ফেষ্টুন এবং ১৫ পিস ব্যানার বিতরণ করা হয়েছে।
লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সভাপতি আশরাফুল ইসলাম বাবু ও সেক্রেটারী হারুন অর রশিদের হাতে এসব উপকরণ তুলে দেন যশোর পৌরবাসীর মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার গনী খান পলাশ।
এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার সচিব আজমল হোসেন, এলইডি’র স্থানীয় প্রতিনিধি মশিউর রহমান এবং লাইট ইঞ্জিনিয়ারিং সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী ও সিরাজুল ইসলাম।