বি.সরকার, পাইকগাছা
পাইকগাছায় মৌসুমের শুরুতে উচ্চ ফলনশীল বীজ ধানের মূল্য লাফিয়ে-লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। গড়ইখালী ইউপি’র কানাখালী গ্রামের বাসিন্দা ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক দীপঙ্কর সরকার জানালেন, গজালিয়া লাভলুর দোকান থেকে ৭ দিন পুর্বে যে সরকারী বীজ বিআর-১০ ধান ক্রয় করেছি ৪৫০ টাকায়। সপ্তাহ শেষে একই সরকারী ধান ৫৫০ টাকায় ক্রয় করেছি। তিনি আরোও জানান, শুড়িখালী, গজালিয়া ও মৌখালী সহ আশপাশ এলাকায় ব্যবসায়ীরা চড়া দামে বীজধান বিক্রয় করছেন এবং কোথায় রেট চার্ট নেই।
সেই প্রধান শিক দীপঙ্কর সরকার জ্ঞাত হবার জন্য ১৪ জুন সোমবার এ প্রতিবেদককে নিয়ে পাইকগাছা পৌর বাজরের কয়েকটি ব্যবস্যা প্রতিষ্ঠানে হাজির হয়ে বীজ ধান বিআর-১০ এর দাম জিজ্ঞেস করলে দোকানীরা জানালেন সরকারী মূল্য ৩৭০ টাকা। দামের এত ব্যবধানে অবাক সে।
এুনি বজার নিয়ন্ত্রন ও মনিটরিং এর জন্য কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের নজর দারী জরুরী হয়ে পড়েছে।