আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের মাঝে ক্রয়কৃত ল্যাপটপ হস্তান্তর করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় থেকে এ ল্যাপটপ হস্তান্তর করা হয়।
(ভূমি) সংস্কার বোর্ড থেকে প্রাপ্ত বাজেটের কোটেশনের মাধ্যমে ক্রয়কৃত ৭টি ল্যাপটপ শোভনালী, বুধহাটা, শ্রীউলা, আনুলিয়া, বড়দল, আশাশুনি সদর ও প্রতাপনগর ইউনিয়নের ভূমি কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কাজ করে চলেছেন। তারই অংশ হিসাবে অনলাইনের মাধ্যমে জমির মালিকদের খাজনা পরিশোধ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
এসময় তিনি ভূমি কর পরিশোধে জমির মালিকদের অনলাইন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানান। ল্যাপটপ হস্তান্তরকালে সার্ভেয়ার অমল কৃষ্ণ ঘোষ, সায়রাত সহকারী আবুল কালাম আজাদ, ভূমি অফিসের ক্যাশিয়ার কাম (নাজির) সুগোত অধিকারী, সার্টিফিকেট সহকারী মোস্তাফিজুর রহমান, আশাশুনি সদরের ভূমি কর্মকর্তা রনজিত কুমার মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।