বিশেষ প্রতিনিধি
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের মঙ্গলকোট বাজারের জনৈক খায়রুজ্জামানের মালিকানাধীন আয়ান মেডিকেল হলের সামনে থেকে ৫০পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল খাঁর ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে উক্ত স্থানে ডিবি’র একটি চৌকসদল অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করে। পরে তার কাছে থাকা ৫০ পিস ইয়াবা উদ্ধার করে।