সহিংসতায় মদতের দায়ে অভিনেতা মিঠুনের প্রতি হাইকোর্টের নতুন নির্দেশ

0
141

আন্তর্জাতিক ডেস্ক

সহিংসতায় মদত দেওয়ার অভিযোগের মামলায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুনকে সহযোগিতা করতে হবে। বিজেপিতে যোগ দেয়া এ অভিনেতার অস্বস্তি বাড়িয়ে শুক্রবার স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে অভিনেতা মিঠুনের প্রতি নতুন নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তৃণমূলের দায়ের করা ওই মামলা খারিজের আবেদন জানিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। কিন্তু ওই আবেদন গ্রহণ করেনি আদালত।

আদালতের পক্ষ থেকে বলা হয়, শুনানির দিন আদালতে সশরীরে হাজির না থাকলেও চলবে। তবে তদন্তে কলকাতা পুলিশকে সবরকমভাবে সাহায্য করতে হবে অভিনেতাকে। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে যাতে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারী অফিসাররা, তার জন্য মিঠুনকে তার ই-মেইল আইডিও দিতে বলা হয়েছে। আগামী শুক্রবার ফের ওই মামলার শুনানি হবে।

মিঠুনের ‘মারব এখানে, লাশ পড়বে শ্মশানে’, ‘জাত গোখরো’ ইত্যাদি নানা সংলাপ নিয়ে আপত্তি তুলে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি), উস্কানিমূলক বক্তৃতা করে শান্তিভঙ্গের চেষ্টা (৫০৪, ৫০৫), বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্বেষ ছড়ানো (১৫৩এ)-সহ একাধিক ধারায় মামলা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here