শালিখা প্রতিনিধি
মাগুরার শালিখা হাজরাহাটি তদন্ত কেন্দ্রের পুলিশ ৪টি গাঁজার গাছ সহ এক নারীকে আটক করেছে। আটক কৃত নারী হলো মনোখালী গজনগর পাড়ার শাহিন মোল্লার স্ত্রী রেখা খাতুন (৩০)।
৮ জুন বিকাল সাড়ে চারটায় গোপন সংবাদের ভিত্তিতে হাজরা হাটি তদন্ত কেন্দ্রের এএস আই শ্রী বুলবুল কুমার অধিকারী ও এএসআই ফিরোজ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঐ বাড়ীর গোসলখানা ও পায়খানার পিছন থেকে ৪ গাজার গাছ উদ্ধার করে।
এ-সময় বাড়ির মালিক শাহিন পালিয়ে গেলেও তার স্ত্রী রেখা খাতুনকে আটক করে। পরে তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনামুল হক প্রধান এবং এস আই মতিউর রহমান ঘটনাস্থলে পৌছে গাজার গাছ নিশ্চিত হয়ে ঐ নারীকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন। পরে তাকে শালিখা থানায় প্রেরন করা হয়েছে। মামলা নং ৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ০৯/০৬/২০২১ ইং,।