এম এম নুর আলম, আশাশুনি
করোন সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলা প্রশাসনের আহবানে এক সপ্তাহের লকডাউন এর পঞ্চম দিন আশাশুনি উপজেলায় ঢিলে-ঢালাভাবে অতিবাহিত হয়েছে।
বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ও মোড়ে মোড়ে সাধারণ মানুষের ভিড় দেখাগেছে। দেখে মনে হয়েছে লকডাউন এ ঘরে থাকার কথা থাকলেও কিছু অসচেতন জনগন বেশী বেশী বাহিরে বেরিয়ে হাট-বাজার ও মোড়ে মোড়ে আড্ডা দিয়ে উৎসব মূখর পরিবেশে লকডাউন এর ৫ম দিন পালন করেছেন। এদিন স্থানীয় রুটে কোন বাস চলাচল করতে দেখা যায়নি। তবে ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, ইঞ্জিন ভ্যান, মোটরসাইকেল এর দখলে ছিল রাস্তাঘাট। এসময় অধিকাংশ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক পরিধানে অনীহা ছিল।
এদিকে, লকডাউন সফল করতে স্বল্প পরিসরে কয়েকটি এলাকায় প্রশাসনের তৎপরতা ছিল। উপজেলার কয়েকটি স্থানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে জেলা প্রশাসন ঘোষিত বিভিন্ন নির্দেশনা পালনসহ যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকারি নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কিনা এবং বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল আছে কিনা তা তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এসময় সরকারি নীতিমালা অমান্য করায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা মোতাবেক লকডাউন বাস্তবায়নে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিন সুলতানা উপজেলার আশাশুনি সদর বাজার ও গোয়ালডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোট ৪টি মামলায় সর্বমোট ২ হাজার ২শত টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লক ডাউন ভঙ্গ করলে এবং স্বাস্থ্য বিধি না মানলে বা জেলা প্রশাসনের দেয়া শর্ত ভঙ্গ করলে মোবাইল কোর্টের মাধ্যমে আরও কঠোর শাস্তি প্রদান করা হবে জানানো হয়। এদিকে, উপজেলার সচেতন মহল লকডাউন চলাকালে উপজেলা প্রশাসন এর তৎপরতা উপজেলা ব্যাপী আরও বৃদ্ধির দাবী জানিয়েছেন।