যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিপুল

0
172

সত্যপাঠ ডেস্ক

যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের আর্থিক ক্ষমতা প্রদান করা হয়।

গত ৩ জুন পরিষদের চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যু হলে পদটি শুন্য হয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যশোর জেলার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা গত ৩ জুন মৃত্যুবরণ করায় উক্ত উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপজেলা পরিষদ (কার্যক্রম বাস্তবায়ন) বিধিমালা, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী বর্ণিত উপজেলা পরিষদ চেয়ারম্যানের অনুপস্থিত থাকাকালীন সময়ে উপজেলা পরিষদের আর্থিক ক্ষমতা প্যানেল চেয়ারম্যান-১ আনোয়ার হোসেনকে নির্দেশক্রমে প্রদান করা হলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here