সত্যপাঠ ডেস্ক
রাজধানীর মিরপুর পশ্চিম কাজীপাড়ায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে চাপা পড়ে নাজমা (১২) নামের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে দেয়াল চাপায় গুরুতর আহত হয় শিশুটি।
নিহত শিশুর চাচা মোবারক হোসেন জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বন্ধউশান গ্রামের রিকশাচালক জিন্নাত আলীর মেয়ে সে। এক ভাই ও তিন বোনের মধ্যে নাজমা দ্বিতীয়।
তিনি আরও জানান, সন্ধ্যায় বাসার পাশে একটি পুরাতন ৪ তলা ভবনের পাশ দিয়ে যাচ্ছিল শিশুটি। তখন ভবনটির দেয়ালের একাংশ ধসে পড়ে শিশুটি ওপর। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাতে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।