ফুলতলা প্রতিনিধি
ফুলতলা মটর শ্রমিক ইউনিয়ন (১১১৪) এর সহ-সভাপতি রফিকুল ইসলাম তালিম (৬২) গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না …. রাজেউন)।
বুধবার সকাল ১১ টায় উপজেলার আলকা গ্রামে বায়তুর মামুর জামে মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবদেনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব, ফুলতলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আজম হাদী, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মতিয়ার রহমান ও আয়নাল হোসেন, যুগ্ম সম্পাদক কাজী শহিদুল ইসলাম, মীর মোতালেব ও মিঠু, দৌলতপুর শাখার সাধারণ সম্পাদক শওকাত হোসেন, ফুলতলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়াহিদ মুরাদ পিন্টু, সাধারণ সম্পাদক এস সনজিৎ বসু, আওয়ামীলীগ নেতা আনিস সরদার, মটর শ্রমিক ইউনিয়নের নেতা বিমান চন্দ্র পাল, মতলেব মোল্যা প্রমুখ।