এম এম নুর আলম, আশাশুনি
আশাশুনি থানা পুলিশের অভিযানে একজন নিয়মিত মামলার আসামী ও দুইজন ওয়ারেন্টের আসামীকে আটক করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে মঙ্গলবার এসআই সফিউল্লাহ মোল্যা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় নিয়মিত মামলা ৪(৬)২০২১ এর আসামী উপজেলার খরিয়াটি গ্রামের মৃত মুন্সি কেরামত আলীর ছেলে আবুল কালাম গাজীকে খরিয়াটি এলাকা হতে আটক করেন। অপরদিকে, এএসআই নাজিম উদ্দীন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-১৪১/১৯ ওয়ারেন্টমূলে খলিসানী গ্রামের সহিদ গাজীর ছেলে সেলিম গাজী ও সিআর-২৯৩/১৯ ওয়ারেন্টমূলে মোক্তার সরদার এর ছেলে সিরাজুল সরদারকে তাদের নিজ নিজ বাড়ী হতে আটক করেন। আটককৃত আসামীদেরকে বিচারার্থে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।