এস.এম মুসতাইন, বসুন্দিয়া
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৯ জুন বুধবার বেলা ১১ টার সময় এনজিও বাঁচতে শেখার উদ্যোগে এডভোকেসি সভা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম লিটন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের এএসআই আবু রাসেল। বিশেষ অতিথি ছিলেন ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অরুণ কুমার বিশ্বাস, ভিটাবল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন, ভিটাবল্যা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আবদুল আলিম, ইউনিয়ন পরিষদের সচিব ওবায়দুর রহমান। উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা বাবু কল্লোল কুমার সেন, বাঁচতে শেখার এসআইপিএসআরডাব্লুজি প্রকল্পের সমন্বয়কারি এ্যাডঃ এম.কে মন্ডল মহেন, সহায়তা কর্মকর্তা বাবুল কুমার বিশ্বাস, রবিউল ইসলাম খন্দকার, মঞ্জুর মোর্শেদ, ইউপি সদস্য রেশমা খাতুন, মিরা পাঠক, প্রকল্প সদস্য কেরো ভৌমিক, বিভাসেন, ফুলিয়া বেগম, প্রকল্প সহায়তা কর্মকর্তা মৃদুল কান্তি রায়।