ঘুষি মেরে কুমিরের মুখ থেকে যমজ বোনকে বাঁচালেন তরুণী

0
148

সত্যপাঠ ডেস্ক

ব্রিটিশ তরুণী জর্জিয়া লরি (২৮) আক্ষরিক অর্থেই কুমিরের মুখ থেকে বাঁচিয়ে ফেরালেন যমজ বোন মেলিসা লরিকে।

এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মেক্সিকোকে ছুটি কাটানোর সময় দুই বোন পুয়ের্তো এস্কোনিডোর এক সৈকতে সাঁতার কাটছিলেন। জর্জিয়া হঠাৎ দেখেন মেলিসা পানিতে তলিয়ে যাচ্ছেন। তখন মেলিসাকে নৌকায় নিয়ে ফেরার সময় একটা কুমির আক্রমণ করে।

এ সময় বোনকে বাঁচাতে জর্জিয়া কুমিরটির মাথায় ক্রমাগত ঘুষি দিলে কুমিরটি তখনকার মতো চলে যায়। জর্জিয়া তখন মেলিসাকে নৌকার তুলে দেন। এরপরও কুমিরটি আরো তিনবার তাদের আক্রমণ চালানোর চেষ্টা করে।

মেলিসার অবস্থা আশঙ্কাজনক। তার হাতের কব্জিকে আঘাত লেগেছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে আর ফুসফুসে পানিও ঢুকেছে। অন্যদিকে কুমিরকে ঘুষি দেওয়ার সময় জর্জিয়াও হাতে আঘাত পেয়েছেন বলে তাদের বোন হানা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here