প্রিয়ব্রত ধর
হালকা বৃষ্টিতে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ কিছু ব্যাপসায়ি মাটি ব্যাপসা করছে সড়ক ব্যবহার করে। দূর দূরন্ত থেকে লড়ি ব্যবহার করে মাটি সরবরাহ করছে বিভিন্ন স্থানে। ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাটি লোট করায় এবং অগোছালো ভাবে মাটি ক্যারিং করায় সে মাটি সড়কে পড়ছে।
পরবতীতে সে মাটি সড়ক থেকে অপসারণ না করায় হালকা বৃষ্টিতে চলাচলের অনুপযোগী রাস্তাটি। সড়কে সব চেয়ে বিপাকে পড়েছে দুই চাকার বাহনগুলোকেও নেমে গাড়ি ঠেলে পার করছে,কেও রাস্তার উপর লুটাই পড়ে থাকছে।
স্থানীয়দেন অভিযোগ ২নং সুন্দলী ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হলেও তিনি কার্যকরী কোন পদক্ষেপ নেইনী। এমত অবস্থাতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।