ফুলতলা প্রতিনিধি
খুলনা জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের চাচা জনপ্রিয় কবিরাজ আলহাজ্ব উসমান গণি (৮৩) গত শনিবার রাত সাড়ে ৯ টায় বার্ধক্যজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না………রাজেউন)।
রবিবার সকাল সাড়ে ১০ টায় ফুলতলার বরণপাড়া গ্রামে নিজ বাসভবনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তার নামাজে জানাজায় ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে উপস্থিত হন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আসলাম খান, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেসকাবের সভাপতি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও বাজার বণিক কল্যাণ সোসাইটির সহ-সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাওসুল আজম হাদী, আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন বাবলু, ইউপি সদস্য কায়েস সরদার, মহাসিন বিশ্বাস, শেখ নজরুল ইসলাম প্রমুখ।