স্কুলছাত্রী নির্যাতনের বিচার চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

0
191

আজাদ, মহেশপুর

মহেশপুরে স্কুলছাত্রী নির্যাতনের বিচার চেয়ে শনিবার সকালে ঐ ছাত্রীর মা ও পরিবারের লোকজন মহেশপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। ঘটনাটি ঘটেছে উপজেলার পুরন্দপুর গ্রামে।

ভিকটিমের মা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, পুরন্দপুর গ্রামের মৃত সিরাজ ব্যাপারীর ছেলে আবুল হোসেন দীর্ঘদিন যাবৎ তার ৭ম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী (১৩)কে কূ-প্রস্তাব দিয়ে আসছিল। গত একমাস আগে তার কন্যা বাড়ির পাশে ধনের পাতা আনতে গেলে একটি ভূট্রা ক্ষেতের ভিতরে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

একইভাবে গত শুক্রবার দুপুরে তার কন্যাকে বাড়ির পাশে একটি আম বাগানের মধ্যে একা পেয়ে ঝাপটে ধরে স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। তার কন্যা চেচামেচি করে কোন রকমে তার তার হাত থেকে রক্ষা পায়। আসামীর ভয়ে তার কন্যা বাড়ি থেকে বের হতে পারছে না। সে সব সময় ভীতি অবস্থায় থাকছে। উক্ত আবুল হোসেন ইতিপূর্বে এলাকায় এ ধরণের অনেক ঘটনা ঘটিয়েছে। পরিবারের লোকজন আবুল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here