যশোর নওয়াপাড়া নদী বন্দরকে আধুনিকায়ন করা হবে : কমোডর গোলাম সাদিক

0
151

বিশেষ প্রতিনিধি

যশোর নওয়াপাড়া উপজেলা নদী বন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদিক। তিনি ৫ জুন শনিবার সকালে এ বন্দর পরিদর্শন করেন। পরিদর্শনকালে নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে কমডোর গোলাম সাদিক নওয়াপাড়া নদী বন্দর টার্মিনাল ভবনে স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত দাশ শান্ত, সাবেক মেয়র এনামুল হক বাবুলসহ ব্যবসায়ীরা।

এসময় নৌ-বন্দর চেয়ারম্যান বলেন, নওয়াপাড়া বন্দরকে আরো অধুনিকায়ন করার জন্য আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি। এ বন্দরকে আরো গতিশীল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here