সত্যপাঠ রিপোর্ট
সেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন আমার যশোর পরিবেশের ভারসাম্য ও জীব-বৈচিত্র রক্ষার্থে প্রতি বছর বর্ষকালে যশোর শহরের বিভিন্ন স্থানে নানাবিধ দেশীয় ফুলজ, ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন ও পরিচর্যা করে আসছে।
এ বছর যশোর পৌরসভার ১৫০ বছর পূর্তি উপলক্ষে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন স্থান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের প্রাঙ্গণে ১৫০ টি বটবৃক্ষ ও দেশীয় বিভিন্ন গাছের চারা রোপন করা হবে।
শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে যশোর দড়াটানার ভৈরব চত্ত্বরে একটি বটবৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই এই কর্মসূচির উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান পলাশ, সময় উপস্থিত ছিলেন যশোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরিফ হাসান, আমার যশোরের সাধারণ সম্পাদক অজয় দত্ত প্রমুখ।