কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
265

এস.এম মুসতাইন, বসুন্দিয়া

ফুলতলা হাই ফাইয়ার পিজন ফাইটার্স এ্যাসোশিয়সনের উদ্যোগে শুক্রবার (৪ জুন) বিকালে দামুদার এম এম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২০২০-২১ অর্থ বছরের খুলনা জেলা ও বসুন্দিয়ার শান্তির প্রতীক কবুতর উড়ানো প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এবছর প্রথম হয়েছেন খুলনা জেলার শিরমনির রফিক হোসেন, তার কবুতর আকাশে ওড়ে – ৯ ঘন্টা ৪৫ মিনিট। দ্বিতীয় হয়েছে যশোরের বাঘারপাড়া উপজেলার আলাদীপুর (বসুন্দিয়ার) বদিয়ার রহমান কাজী তার কবুতর আকাশে ওড়ে ৭ ঘন্টা ১৭ মিনিট। তৃতীয় হয়েছে খুলনা জেলার শিরমনির রাজিব হোসেন তার কবুতর আকাশে ওড়ে ৭ ঘন্টা ১৪ মিনিট।

ফুলতলা হাই ফাইয়ার পিজন ফাইটার্স এ্যাসোশিয়সনের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার (পিটিসি) ইমামুর রশীদ রতন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হাই ফাইয়ার পিজন এ্যাসোশিয়সনের সভাপতি মঞ্জুরুল ইসলাম শেখ, বাংলাদেশ হাই ফাইয়ার পিজন এ্যাসোশিয়সনের উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা আ. হান্নান শেখ, দামুদার এম এম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বাবু প্রফুল্ল কুমার চক্রবর্তী, বাংলাদেশ হাই ফাইয়ার পিজন এ্যাসোশিয়সনের উপদেষ্টা মোর এনামুল কবির মাসুম, উপদেষ্টা এ.টি.এম জাকির হোসেন, ফাইভ ডি ফেডারেশনের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ হাই ফাইয়ার পিজন এ্যাসোশিয়সনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন, সুন্দরবন গ্রি-বাজ পালক সংগঠনের সভাপতি আসলাম হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here