বিশেষ প্রতিনিধি
পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গতিরোধ করে জিন্নাত হোসেন (২০) নামে এক যুবককে মারপিটের এক পর্যায় ছুরিকাঘাত করে। এ সময় তার প্যান্টের পকেট থেকে নগদ ২৫শ’ টাকা ছিনিয়ে নিয়েছে।
এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় ৪ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর বর্ডার গার্ড স্কুলের পাশের্^ হাবিবুর রহমানের ছেলে নাজিম উদ্দিন, শাহজাহানের ছেলে মামুন, মিঠুর ছেলে মুকুল ও ঝুমঝুমপুর কাব মোড়ের মজিবরের ছেলে বাপ্পিসহ অজ্ঞাতনামা ২/৩জন।
যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর চান্দের মোড়ের জাকির হোসেনের ছেলে জিন্নাত হোসেন বাদি হয়ে বুধবার ২ জুন কোতয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় বলেছেন, আসামীদের সাথে পূর্ব শত্রুতার জের রয়েছে। গত ৩০ মে রাতে প্রয়োজন কাজ সেরে পায়ে হেঁটে বাড়িতে আসছিল। রাত ১১ টার ৪০ মিনিটের সময় জিন্নাত হোসেন ঝুমঝুমপুর কাঠাল বাগান এর সামনে পাকা রাস্তার উপর জিন্নাত হোসেনকে পেয়ে মারপিটের এক পর্যায় ধারালো চাকু দিয়ে আঘাত করে।
এ সময় প্যান্টের পকেটে থাকা নগদ ২৫শ’ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় জিন্নাত হোসেনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।