মোকাদ্দেছুর রহমান রকি
কোভিড-১৯ রোগে যশোরে শুক্রবার নতুন করে ৭০ জন আক্রান্তর কথা নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ নিয়ে যশোর জেলায় মোট আক্রান্ত হয়েছে ৭২০৩জন। মারা গেছে ৮১জন। সুস্থ্য হয়েছেন ৬৪৩৩জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ২৩৪টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ৫৪ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ আসে। একই দিন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের র্যাপিট অ্যান্টিজেন্ট এর মাধ্যমে ৫৫ জনের শরীর পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।
নতুন কনে ৭০ জন আক্রান্তকারীদের মধ্যে যশোর সদর উপজেলায় ৪৬জন, শার্শায় ৮জন, অভয়নগর, বাঘারপাড়ায় ৫জন করে ও ঝিকরগাছা এবং কেশবপুর উপজেলায় ৩জন করে রয়েছে। যশোরে ভেরিয়েন্টের আশংকায় সচেতনা বৃদ্ধির জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসন মাঠে নেমেছে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে তাকে মাস্ক পড়ানো বাধ্য করা হচ্ছে।