বিশেষ প্রতিনিধি
র্যাব-৬ কর্মকর্তা সদস্য ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সময় একটি টিম যশোর জেলার ঝিকরগাছা, শার্শা ও বেনাপোল থানাধীন খানপাড়া, কাগজপুকুর, কলেজপাড়া এলাকায় করোনা সংক্রান্ত প্রতিরোধ ও সচেতনা মূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৩ হাজার ৪শ’ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেছে।
বুধবার ২ জুন বিকেলে ভ্রাম্যমান আদালত কর্তৃক উক্ত এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানাধীন কলেজ পাড়ার মেহেদী হাসান, রাশেদুল, সাদ্দাম, ঝিকরগাছা উপজেলার খানপাড়ার আতিয়ার রহমান, আজিজুর রহমান ও রুহুল আমিন এবং শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের আলামিনকে ১ হাজার টাকা থেকে ২শ’ টাকাসহ মোট ৩৪০০ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করেন।