ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলার আলকা গ্রামের কৃষক মনিরুল ইসলাম কর্তৃক উদ্ধারকৃত কামানের মর্টার শেলটির বিষ্ফোরন ঘটানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকাল ১০ টায় যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন ছাতির আব্দুল্লাহ’র নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়কারী টিম ঘটনাস্থলে এসে ২ ঘন্টা যাবত পরীক্ষা নিরীক্ষা শেষে বেলা সাড়ে ১২ টায় বিল ডাকাতিয়ার ভেতরে নিরাপদ স্থানে নিয়ে পুলিশি পাহারায় ৭৫ মি.মি আর আর ই কামানের মর্টার শেলটির বিষ্ফোরন ঘটান।
উল্লেখ্য, বুধবার দুপুর সোয়া ১ টায় আলকা কারিকর পাড়ার মৃত হরমুজ আলী বিশ্বাসের পুত্র মনিরুল ইসলাম (৩৬) বাড়ির দক্ষিণ পাশে কৃষি কাজ করার সময় মাটির নিচ থেকে আনুমানিক ৬/৭ কেজি ওজনের ও ১ ফুট ৩ ইঞ্চি দৈর্ঘ্যবিশিষ্ট একটি কামানের মর্টার শেল পেয়ে রাত পৌনে ১১ টায় পুলিশকে জানায়।