বিশেষ প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা ও সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার ৩ জুন রাতে আলাদা অভিযান চাালিয়ে এক কেজি গাঁজা ও ১২পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় গাঁজা ও ইয়াবা বেচাকেনার সময় এক শিশুসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর শহরের পূর্ব বারান্দী বউ বাজারের মিন্টু হোসেন ওরফে সাগরের ছেলে বাঁধন, সদর উপজেলার পান্থাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে নয়ন, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু যশোর সদর উপজেলার তোলাগোলদার পাড়ার ওবায়দুল হকের ছেলে ইমোন হোসেন (১৬) ও যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে শহিদুল ইসলাম। এ ঘটনায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ৩ জুন দিবাগত গভীর রাতে উক্ত ফাঁড়ির এসআইসহ সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে শহরের পূর্ব বারান্দীপাড়াস্থ বউ বাজার বিদ্যুতের বাড়ির সামনে গাঁজা বেচাকেনার সময় ১ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তাদের আরো এক সহযোগী পূর্ব বারান্দীপাড়া বউ বাজারের মৃত আব্দুল গফফারের ছেলে রুবেল পালিয়ে যায়।
অপরদিকে, কোতয়ালি মডেল থানার একজন এএসআই বৃহস্পতিবার ৩ জুন সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পেয়ে শহরের জেলা আইনজীবী সমিতি যশোর এর ১নং ভবনের সামনে থেকে শহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করে। পরে তার দখল হতে ১২ পিস ইয়াবা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরের পর আদালতে সোপর্দ করে।