অভয়নগরে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলার পলাতক আসামী ফেরদৌস গ্রেফতার

0
134

বিশেষ প্রতিনিধি

পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত্ববধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্ত্বে পুলিশ পরিদর্শক দেবাশীষ মন্ডল, এসআই ¯েœহাশিস দাশ সহ যশোর জেলার চৌকস দল কর্তৃক গত ২ জুন সকালে অভিযুক্ত মোঃ ফেরদৌস হোসেন (৩৩), পিং-মোঃ সাব্বির হোসেন, সাং-মধুপুর, থানা-তেরখাদা, জেলা-খুলনাকে যশোর কোতয়ালী থানাধীন চুড়ামনকাঠিস্থ তার মামা শ^শুর আঃ রহমান এর বাড়ি হতে গ্রেফতার করা হয়। অভিযুক্তের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরা জেলার গোপিনাথপুর এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক পিকআপ ও গ্রীল ভাঙ্গার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গত ২৬ এপ্রিল রাতে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক দেবাশীষ সরকার @ সঞ্জয় (৪৩), পিং-মৃত গৌর সরকার, সাং-চলিশিয়া পালপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর এর বসত ঘরে প্রবেশ করে দেবাশীষ সরকারসহ তার পরিবারের লোকজনদের মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে ভয়ভীতি প্রদর্শণ করার এক পর্যায় জিম্মি করে দেবাশীষ সরকারের বসতঘরে ডাকতি করে। ডাকাতির সময় অজ্ঞাতনামা ডাকাতরা দেবাশীষ সরকারের ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা এবং ২০ ভরি ৮ আনা বিভিন্ন স্বর্ণালঙ্কার যার মূল্য অনুমান ১৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। দেবাশীষ সরকার ও রিপা সরকারকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে দেবাশীষ সরকারকে মৃত ঘোষণা করেন এবং রিপা সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করেন। এ সংক্রান্তে অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে অভয়নগর থানার মামলা নং-২৬, তারিখ-২৬/০৪/২০২১ খ্রিঃ, ধারা-৩৯৬ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার পুলিশ পরিদর্শক দেবাশীষ মন্ডল এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহণ করে পুলিশ সুপার রেশমা শারমিন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক দেবাশীষ মন্ডলসহ পিবিআই, যশোরের আভিযানিক দল কর্তৃক পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে ডাকাতির ঘটনায় জড়িত অভিযুক্ত সেলিম খাঁ @ শহিদুল খাঁ ও নান্টু শেখদ্বয়কে গ্রেফতার পূর্বক গত ২১ মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রদত্ত ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে ডাকাতির সহিত জড়িত অভিযুক্ত মোঃ ফেরদৌস হোসেন’কে যশোর কোতয়ালী থানাধীন চুড়ামনকাঠিস্থ তার মামাশ^শুর আঃ রহমান এর বাড়ি হতে গ্রেফতার করা হয় এবং তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরা জেলার গোপিনাথপুর এলাকা হতে ডাকাতির কাজে ব্যবহৃত মিনি ট্রাক (পিকআপ) ও গ্রীল ভাঙ্গার সরঞ্জামাদি (লোহার রড়, সেলাই রেঞ্জ, স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়। অভিযুক্ত ফেরদৌস একজন ট্রাক ড্রাইভার। সে ডাকাতির ঘটনায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। অভিযুক্ত ফেরদৌসকে ৩ জুন দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here