বেনাপোল প্রতিনিধি
বেনাপোল পোর্ট থানার সীমান্ত থেকে পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ ২ জনকে আটক করেছে যশোর পুলিশ (ডিবি)। থানার সীমান্ত বর্তী গ্রাম খলসী থেকে বুধবার রাত্রে একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি দুটি ম্যাগজিন সহ শংকর কুমার (২৭) এবং আজিম শেখ (২০) নামে দুই জন অস্ত্র ব্যবসায়িকে আটক করে।
আটককৃত শংকর খলসি গ্রামের কানাই সরকারের ছেলে ও পুটখালী গ্রামের সাজ্জাত হোসেনের ছেলে আজিম উদ্দিন।
যশোর ডিবি পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমেন দাশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোলের খলসী গ্রামে অভিযান চালিয়ে ওই দুই যুবককে একটি সচল বিদেশী ৭.৬৫ পিস্তল এক রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এর সাথে একটি লাল রংয়ের ফাস লাইটের কভারও উদ্ধার করা হয়। আটককৃতদের নামে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।