বিশেষ প্রতিনিধি
পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী সন্ত্রাসীরা দীর্ঘদিন হুমকী ধামকি দেওয়ার এক পর্যায় গালিগালাজের এক পর্যায় একটি পরিবারের উপর হামলা চালিয়ে নগদ টাকা স্বর্ণের চেইন ছিনিয়ে ভাংচুর করে ৮০ হাজার টাকা ক্ষতি সাধন করেছে। এ ঘটনায় নারীসহ ৫ জনের নাম উল্লেখ করে কোতয়ালিমডেল থানায় মামলা করেন।
মামলার আসামীরা হচ্ছে, সদর উপজেলার বিজয়নগর গ্রামের হাশেম মোল্যার ছেলে খায়রুল মোল্যা, কাশেম মোল্যার ছেলে হিরো মোল্যা, মৃত নওয়াব আলীর ছেলে হাশেম মোল্যা, তরিকুল ইসলাম, কাশেম মোল্যার স্ত্রী সেলিনা বেগম।
সদর উপজেলা বিজয়নগর গ্রামের রেজাউল করিমের ছেলে শান্ত ইসলাম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীদের বিরুদ্ধে মামলায় বলেছেন, বাদীর পিতা দীর্ঘদিন যাবত মালয়েশিয়ায় চাকুরী করার সুবাদে শান্ত ইসলাম তার স্ত্রী শরিফা বেগম ও ছোট ভাই নিরব (৭)কে নিয়ে উক্ত পিতার বাড়িতে বসবাস করে। আসামীরা পারিবারিক বিরোধের জের ধরে গত ২০ মে সন্ধ্যা সাড়ে ৬ টায় বাদীর বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। শান্ত ইসলাম আসামীদের গালিগালাজ করতে নিষেধ করায় আসামীরা ক্ষিপ্ত হয়ে শান্ত ইসলামকে মারপিট শুরু করে।
শান্ত ইসলামের স্ত্রী শরিফা বেগম ও ছোট ভাই নিরব এগিয়ে আসলে তাদেরকে মারপিট পূর্বক শরিফা বেগমের গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। শান্ত ইসলামের পকেটে থাকা নগদ ৭ হাজার টাকা ও বাড়িতে থাকা আসবাবপত্র ভাংচুর করে ৮০ হাজার টাকা ক্ষতি সাধণ করে। শান্ত ইসলাম, স্ত্রী শরিফা বেগমের ডাক চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়।