মণিরামপুর প্রতিনিধি
করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সচেতনতার লক্ষ্যে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে যশোর জেলা পুলিশের কঠোর নির্দেশনায় আবারো মাঠে নেমেছে মণিরামপুর থানা পুলিশ। এরই অংশ হিসেবে বুধবার মণিরামপুর থানার ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌর শহরের বিভিন্ন স্থানে মানুষকে সচেতন করতে মাস্ক পরিয়ে দেয়াসহ বিতরণ শুরু করেছে।
ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান জানান, তার নিজের টাকায় মাস্ক ক্রয় করে পৌর শহরের জনসমাগম স্থানে যাত্রী বহনকারী গাড়ির চালকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
এছাড়া, মাস্ক পকেটে আছে তবে মুখে পরিধান নেই এমন ব্যক্তিদের কঠোরভাবে সচেতন করা হচ্ছে।
অপরদিকে, জেলা পুলিশের কঠোর নির্দেশনার অংশ হিসেবে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, থানায় ডিউটিরত পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে কোন ব্যক্তি মাস্ক বিহীন যেন থানার মধ্যে প্রবেশ করতে না পারে। এমনকি পুলিশের কোন কর্মকর্তা অথবা সদস্য থানার মধ্যে প্রবেশের পাশাপাশি চলাচল করতে পারবেনা এমন নির্দেশনাও দেয়া হয়েছে।