বিশেষ প্রতিনিধি
সদর উপজেলার মুড়োলীর মোড়স্থ মেসার্স রফিক এন্টার প্রাইজ নামক ইজিবাইকের গোডাউনের সামনে থেকে একটি ৯০ হাজার টাকা মূল্যের ইজিবাইক চুরির ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামী উল্লেখ করেছেন গোডাউনের মালিক যশোর শহরের বকচর হুসতলার মৃত কওছার আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে লিটন।
মামলায় তিনি উল্লেখ করেন, মুড়লীর মোড়ে ৫ম তলা বিল্ডিং এর পিছনে তার একটি ইজিবাইকের গোডাউন রয়েছে। গত ২০ মে সকাল ১০ টায় রফিকুল ইসলাম লিটন উক্ত এলাকায় তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স রফিক এন্টার প্রাইজ নামক ইজিবাইকের গোডাউনের সামনে ইটের সলিং রাস্তার উপর লিটনের ব্যবসায়ীক একটি ৯০ হাজার টাকা মূল্যের ইজিবাইক রেখে ব্যবসায়ীক কাজে ব্যবসা প্রতিষ্ঠান হতে রাজার মোড়ে যায়।
সকাল সাড়ে ১০ টায় ব্যবসায়ীক কাজ সেরে রাজার হাট মোড় হতে তার ব্যবসায়ীত প্রতিষ্ঠানের সামনে আসলে দেখেন তার রাখা ইজিবাইকটি নেই। আশপাশের লোকজনকে জানিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজির এক পর্যায় কোথাও না পেয়ে কোতয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা চোর উল্লেখ করে মামলা করেন।