আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটিতে ঘূর্ণিঝড় ‘ইয়াশ’ এর প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। ইউনিয়নের মিত্র তেঁতুলিয়া আদর্শ গ্রাম ও তার আশপাশের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দ্বীপ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রান সহায়তার অংশ হিসাবে পরিবার প্রতি ৫০০ টাকা করে বিতরণকালে এসময় ইউপি সচিব মনজুরুল ইসলাম, ইউপি সদস্য আইয়্বূ আলী সরদার, রমজান আলী মোড়ল প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে গত শনিবার ঐ ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছিল বলে জানাগেছে।