আজাদ, মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারীসহ ৪ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। উপজেলার সীমান্তের মাটিলা ও যাদবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-বরিশালের অগৈলঝাড়া উপজেলার রাজিহার গ্রামের হারান জয়দারের ছেলে পরেশ জয়দার (৫০), মেয়ে দিপালী জয়দার, নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের নিজাম মোল্লার ছেলে করিম মোল্লা (২৪) ও যশোরের চৌগাছা উপজেলার বেড়গোবিন্দ গ্রামের ষষ্টি বিশ্বাসের ছেলে সুরত বিশ্বাস (২৪)।
বুধবার সকালে এক প্রেসব্রিপিংয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে তাদেরকে আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।