সত্যপাঠ রিপোর্ট
সাংবাদিক রোজিনা ইসলামের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, বাক-ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতার উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ বন্ধ এবং নিবর্তনমূলক ডিজিটাল আইন ও অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখা সোমবার (৩১ মে) বিকেল ৫টায় শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক বিক্ষোভ সমাবেশ করে। উপরোক্ত দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপি বিক্ষোভের ডাক দেয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জোটের জেলা সম্বনয়ক সিপিবি’র জেলা সভাপতি কমরেড আবুল হোসেনের সভাপত্বিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- বাসদ (মাকর্সবাদী)’র জেলা সম্বনয়ক কমরেড হাচিনুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী)’র জেলা সাধারণ সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটু, সিপিবি’র জেলা কমিটির অন্যতম নেতা কমরেড আমিনুর রহমান হিরু প্রমুখ।
সমাবেশে সঞ্চালকের দায়িত্ব পালন করেন- ওয়ার্কার্স পার্টি (মাকর্সবাদী)’র নেতা কমরেড গাজী আব্দুল ওদুদ।