বিশেষ প্রতিনিধি
ফেনসিডিল বেচাকেনার অভিযোগে মিন্টু মন্ডল নামে এক মাদক বিক্রেতাকে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি কুন্ডুপাড়া গ্রামের করিম মন্ডলের ছেলে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
সাজিয়ালী পুলিশ ক্যাম্প সূত্রে জানাগেছে,শুক্রবার সন্ধ্যারাতে গোপন সূত্রে খবর পান চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা সর্দারপাড়া রমজান স্যানেটারী কারখানার দক্ষিনে জাহাঙ্গীরের জমির মধ্যে এক মাদক বিক্রেতা অবস্থান নিয়ে ফেনসিডিল বেচাকেনা করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮ টায় উক্ত স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মিন্টু মন্ডল দ্রুত পালানোর চেষ্টার এক পর্যায় ধরা পড়ে। পরে তার দখল হতে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা করেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করে।