ঝিকরগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত

0
217

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্ট খেলায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বিপরীতে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান’র সভাপতিত্বে উপস্থিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ২নং মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৯নং হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, ঝিকরগাছা স্পোর্টস কাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফিরোজ্জামান তুলী, জাতীয় ফুটবল টিমের সাবেক গোলকিপার মোস্তাফিজুর রহমান মুন্না, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা পরিষদের হিসাব সহকারী তপন রায়, অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহ জালাল প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবারের ২য় রাউন্ডের খেলায় ৪গ্রুপে ৮টি ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় পানিসারা ইউনিয়নকে ০-৪ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন চাম্পিয়ান, ২য় খেলায় নির্বাসখোলা ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে হাজিরবাগ ইউনিয়ন চাম্পিয়ান, ৩য় খেলায় দুই দলের খেলোয়ার ১-১ গোল করায় টাইব্রেকারের মাধ্যমে ঝিকরগাছা পৌরসভাকে ৩-৫ গোলে হারিয়ে মাগুরা ইউনিয়ন চাম্পিয়ান ও ৪র্থ খেলায়দুই দলের খেলোয়ার ১-১ গোল করায় টাইব্রেকারের মাধ্যমে নাভারণ ইউনিয়নকে ৩-৪ গোলে হারিয়ে বাঁকড়া ইউনিয়ন চাম্পিয়ান হয়েছে।

রবিবার (৩০ মে) সেমি ফাইনাল খেলায় ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠে ২টি গ্রুপের ৪টি ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত। ১ম খেলায় অংশ নিবে, দুপুর ২.৩০ মিনিটের ঝিকরগাছা ইউনিয়ন বনাম মাগুরা ইউনিয়ন, ২য় খেলায় অংশ নিবে, বিকাল ৪.৩০ মিনিটের সময় হাজিরবাগ ইউনিয়ন বনাম বাঁকড়া এর খেলা অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here