তেলের মূল্য বৃদ্ধি নয়, ভ্যাট প্রত্যাহার দাবি বাম জোটের

0
207

সত্যপাঠ ডেস্ক

তেলের মূল্য বৃদ্ধি না করে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৮ মে) এক বিবৃতিতে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জোটের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, এমনিতেই দেড় বছর ধরে করোনা মহামারিতে মানুষ কর্মহীন হয়েছে, মানুষের আয় কমেছে, তার ওপর তেল, চাল, ডাল, পিয়াজসহ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে।

বিবৃতিতে বলা হয়, রোজার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা একবার সয়াবিন তেলের দাম ৫ টাকা বৃদ্ধি করে পরে ৩ টাকা কমিয়েছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কথা বলে পুনরায় ব্যবসায়ীরা লিটার প্রতি ১৩ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে সরকার ৯ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ফলে এখন এক লিটার বোতলজাত তেল ১৫৩ টাকায় কিনতে হবে। এবার নিয়ে গত অক্টোবর থেকে এ পর্যন্ত সয়াবিন তেলের লিটার প্রতি ৪৫ টাকা দাম বাড়ানো হলো। নতুন করে তেলের দাম বৃদ্ধি কর্মহীন-আয়হীন শ্রমজীবী দরিদ্র জনগণকে সীমাহীন দুর্ভোগে ফেলে দেবে।

নেতৃবৃন্দ আরো বলেন, এক লিটার তেলে ২০ টাকার ওপর ভ্যাট নেয় সরকার। ফলে করোনা দুর্যোগে সরকারের ভ্যাট প্রত্যাহার করলে সয়াবিন তেলের দাম বাড়িয়ে জনগণকে দুর্ভোগে ফেলতে হয় না। তাঁরা সয়াবিন তেলের দাম না বাড়িয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

এছাড়া তেল, চাল, ডাল, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয় ক্ষমতার আওতায় রাখা, বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রাম শহরের শ্রমজীবী, নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের জন্য আর্মি রেটে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন বাম জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদক মোশরেফা মিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here